দৈনিক দোয়া সমূহ

🏠 Back to home
১. ঘুমানোর দোয়া
اللّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
হে আল্লাহ! আপনার নামে আমি মৃত্যু বরণ করি এবং জীবিত হই।
২. ঘুম থেকে উঠার দোয়া
الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর
সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করলেন। তাঁরই দিকে ফিরে যেতে হবে।
৩. টয়লেটে প্রবেশের দোয়া
اللّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبَائِثِ
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, অপবিত্র ও ক্ষতিকর জিন ও শয়তান থেকে।
৪. টয়লেট থেকে বের হওয়ার দোয়া
غُفْرَانَكَ
গুফরানাকা
আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি।
৫. ওযুর আগে দোয়া
بِسْمِ اللهِ
বিসমিল্লাহ
আল্লাহর নামে (ওযু শুরু করছি)।
৬. ওযুর পরে দোয়া
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
আল্লাহুম্মাজ‘আলনি মিনাত্তাওয়াবীনা ওয়াজ‘আলনি মিনাল মুতাতাহহিরীন
হে আল্লাহ! আমাকে তাওবা কারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতাপ্রিয়দের অন্তর্ভুক্ত করুন।
৭. খাওয়ার আগে দোয়া
بِسْمِ اللهِ
বিসমিল্লাহ
আল্লাহর নামে (খাওয়া শুরু করছি)।
৮. খাওয়ার পরে দোয়া
الْـحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ
আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমীন
সব প্রশংসা আল্লাহর যিনি আমাদের আহার ও পান করালেন এবং মুসলমান বানালেন।
৯. জামা পরার দোয়া
الْـحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا
আলহামদুলিল্লাহিল্লাযী কাসানী হাযা
সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এই পোশাক পরিধান করালেন।
১০. জামা খোলার দোয়া
بِسْمِ اللهِ
বিসমিল্লাহ
আল্লাহর নামে (পোশাক খুলি)।
১১. বাহির হওয়ার দোয়া
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আল্লাহর নামে, আমি তাঁর উপর ভরসা করি, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।
১২. ঘরে প্রবেশের দোয়া
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খইরাল মাওলাজি ওয়া খইরাল মাখরাজ
হে আল্লাহ! আমি আপনার কাছে এই প্রবেশ ও প্রস্থানকে কল্যাণকর করার দোয়া করি।
১৩. আয়নার সামনে দোয়া
اللَّهُمَّ كَمَا أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
আল্লাহুম্মা কামা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি
হে আল্লাহ! যেমনভাবে আপনি আমার গঠন সুন্দর করেছেন, আমার চরিত্রকেও তেমনি সুন্দর করুন।
১৪. হাঁচি দিলে দোয়া
الْـحَمْدُ لِلَّهِ
আলহামদুলিল্লাহ
সব প্রশংসা আল্লাহর জন্য।
১৫. হাঁচির জবাবের দোয়া
يَرْحَمُكَ اللَّهُ
ইয়ারহামুকাল্লাহ
আল্লাহ আপনাকে দয়া করুন।