The Kalimas of Islam

১. কালেমা তাইয়্যিবাহ
لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল।
২. কালেমা শাহাদাত
أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ
আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু অন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তাঁর বান্দা ও রাসূল।
৩. কালেমা তামজীদ
سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيمِ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই—তিনি সর্বোচ্চ ও সর্বশক্তিমান।
৪. কালেমা তাওহীদ
لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيْتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوْتُ أَبَدًا أَبَدًا، ذُوالْجَلَالِ وَالْإِكْرَامِ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, যুহিই ওয়া ইউমিতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু আবাদান আবাদা, যুল জালালি ওয়াল ইকরাম, বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর।
আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব ও প্রশংসা তাঁরই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন, তিনি চিরঞ্জীব, কখনো মারা যাবেন না, তিনি মহাসম্মানিত ও মহান, কল্যাণ তাঁরই হাতে, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান।
৫. কালেমা ইসতিগফার
اَسْتَغْفِرُ اللهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ أَذْنَبْتُهُ عَمْدًا أَوْ خَطَأً، سِرًّا أَوْ عَلَانِيَةً، وَأَتُوْبُ إِلَيْهِ مِنَ الذَّنْبِ الَّذِيْ أَعْلَمُ، وَمِنَ الذَّنْبِ الَّذِيْ لَا أَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ وَسَتَّارُ الْعُيُوْبِ وَغَفَّارُ الذُّنُوْبِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি যাম্বিন আজনাবতুহু আমদান আউ খাতা, সিররান আউ ‘আলানিয়াহ, ওয়া আতুবু ইলাইহি মিনাজ জাম্বিল্লাযি আ‘লামু, ওয়া মিনাজ জাম্বিল্লাযি লা আ‘লামু, ইন্নাকা আনতা ‘আল্লামুল গইউবি ওয়া সত্তারুল ‘উইউবি ওয়া গাফফারুয জুনুব, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ‘আলিয়্যিল ‘আযীম।
আমি আমার রব আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, সেই সমস্ত গোনাহ থেকে যা আমি করেছি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে, গোপনে বা প্রকাশ্যে, আর আমি তাঁর কাছে তওবা করছি সেই গোনাহ থেকে যা আমি জানি এবং যা জানি না। নিশ্চয়ই আপনি অদৃশ্যের খবর রাখেন, দোষ গোপনকারী এবং গোনাহ মাফকারী। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই, তিনি সর্বোচ্চ ও মহান।
৬. কালেমা রদ্দে কুফর
اللّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَأَنَا أَعْلَمُ بِهِ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالْكِذْبِ وَالْغِيْبَةِ وَالْبِدْعَةِ وَالنَّمِيْمَةِ وَالْفَوَاحِشِ وَالْبُهْتَانِ وَالْمَعَاصِيْ كُلِّهَا، وَأَسْلَمْتُ وَأَقُوْلُ لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ
আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আন উশরিকাবিকা শাইআউঁ ওআনা আ'লামু বিহি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি, তুবতু আনহু ওয়া তাবার্র'আতু মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়াল কিজবি ওয়াল গীবাহ ওয়াল বিদআতি ওয়ান্নামীমাহ ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতান ওয়াল মা'আসি কুল্লিহা, ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই, যাতে আমি জেনে কিংবা না জেনে আপনার সঙ্গে কাউকে শরিক না করি। আমি সেসব গোনাহ থেকে ক্ষমা প্রার্থনা করছি যা আমি জানি না। আমি তওবা করলাম এবং কুফর, শিরক, মিথ্যা, পরনিন্দা, বিদআত, চোগলখুরি, অশ্লীলতা, অপবাদ এবং সব ধরনের গোনাহ থেকে বিমুখ হলাম। আমি ইসলাম গ্রহণ করলাম এবং ঘোষণা করলাম—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মাদ (সঃ) আল্লাহর রাসূল।
← Back to Home